ঢাকার সাভারে রমজান মাসের কর্মঘণ্টা কমানো, ওভারটাইম প্রদান ও ১৩ স্টাফকে চাকরিচ্যুত করার প্রতিবাদসহ একাধিক দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন ডায়নামিক সোয়েটারের শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের উলাইল এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন তারা।
বিজ্ঞাপন
এসময় শ্রমিকরা পার্শ্ববর্তী আল লিমা গার্মেন্টস, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকদের আহ্বান করে রাস্তায় নেমে আসতে। যদিও তাতে সাড়া মেলেনি। পরে, কয়েকজন শ্রমিক আল লিমা গার্মেন্টস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে।
পরে খবর পেয়ে সাভার থানা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের মূল লেন ছেড়ে ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেয়।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমাদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়েও তারা তা পূরণ করে না। তিন মাস আগেও আমরা আন্দোলন করেছিলাম তখন কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেয়ার কথা বলেও তারা কেবল ২টা দাবি মেনে নিয়েছে। আর বাকিগুলো মানেনি। তাই আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুল কবির বলেন, আজ সকালে ডায়নামিক সোয়েটার কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়ায় রাস্তা অবরোধ করে। পরে তাৎক্ষণিক সংবাদ পেয়ে আমরা পুলিশসহ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে আসি। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এসএস