গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় এক নারী শ্রমিক আত্মহত্যার জেরে শ্রমিক বিক্ষোভ, প্রাইভেট কার ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ এবং কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় শ্রমিক বিক্ষোভের মুখে, অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (৩ মার্চ) সকালে শ্রমিক আন্দোলনের সূত্রপাত হয় হলে নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল ২ এর পুলিশ সুপার এফএম জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন
নিহত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে। তিনি প্যানারোমা অ্যাপারেলস লিমিটেডে সুইং অপারেটর ছিলেন।
আন্দোলনরত শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্যানারোমা অ্যাপারেলস কারখানার শ্রমিক লাবনী অসুস্থজনিত কারণে গতকাল কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় ক্ষুব্ধ হয়ে ৭ তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। পরে ওই নারীর মরদেহ গুমের চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ এনে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে কারখানায় কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে তারা কারখানার জানালা কাঁচ ভাঙচুর করে ও কারখানার সামনে থাকা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এসময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময় প্রায় দেড় ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতির কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস, নাওজোড়র ও ইটাহাটা এলাকার অন্তত ওর অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, গতকাল তাদের এক নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল, স্বামীর সঙ্গে ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছে। গতকাল তারা কিছু বলে নাই। বিকেল পর্যন্ত কাজ করে চলে যায়। সকালে এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা একটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল অগ্নি সংযোগ করে। কারখানার কাঁচ ও গাড়ি ভাঙচুর করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের ১২টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘটনা স্থলে সেনাবাহিনীরসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
প্রতিনিধি/টিবি