মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাজীপুরে মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০০ এএম

শেয়ার করুন:

গাজীপুরে মাদক কারবারি আটক

গাজীপুরের টঙ্গীর কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেট কারে পাচারকালে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন র‌্যাব:১ -এর সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৬০০ পিস ইয়াবাসহ ২ সহোদর আটক

আটক মো. ফরিদ (২৭), চাঁদপুরের দৈয়ারা একাতরী গ্রামের মৃত মো. শহীদুল্লাহর ছেলে ।

সালমান নূর আলম বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে কুমিল্লা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার করে বিপুল পরিমাণ অবৈধ মাদকের একটা বড় চালান নিয়ে ঢাকা হয়ে গাজীপুরের টঙ্গীতে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে  টঙ্গী পশ্চিম থানাধীন বিশ্ব ইজতেমা মাঠের উত্তর পার্শ্বে কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফরিদকে আটক করে তারা। পরে তার কাছ থেকে ৬০ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন,  স্মার্ট রেজিস্ট্রেশন সনদ কার্ড, ট্যাক্স টোকেন উদ্ধারসহ  প্রাইভেটকার জব্দ করা হয়।

আরও পড়ুন: টেকনাফে ৬০ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী আটক


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আটক আসামি দীর্ঘ দিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা কিনে গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে বলে স্বীকার করেন।  

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর