মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

টেকনাফে ৬০ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ স্থলবন্দর এলাকায় একটি হাইস গাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে মাদক কারবারি আটক

অভিযানে আটক ব্যক্তিরা হলেন - কুমিল্লার মো. আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫),  ইসমাইল (২৫) এবং টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর (২৩)।

লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: ৬০০ পিস ইয়াবাসহ ২ সহোদর আটক


বিজ্ঞাপন


অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের অভিযানিক দল গাড়িটিকে থামিয়ে তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ চার মাদক পাচারকারীকে আটক করে। 

তিনি আরও বলেন, জব্দকৃত গাঁজা, গাড়ি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর