সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কাছ থেকে সনদ গ্রহণ ছাড়া সেমাই তৈরি করার অপরাধে কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার ও দৌলতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


IMG-20250226-WA0006

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, এসময় অপরিচ্ছন্ন পরিবেশে ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ গ্রহণ ব্যতীত সেমাই তৈরি করায় মইনুল হকের প্রতিষ্ঠান মেসার্স হক ব্রাদার্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

ভারতীয় পরিচয়পত্রসহ নারী আটক

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর