গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগের আরও ২৮ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গাজীপুর মহানগরের ৮ থানার পুলিশ নতুন করে ২০ জনসহ মোট ৩১০ জনকে গ্রেফতার করেছে। এছাড়া জেলা পুলিশ নতুন ৮ জনসহ মোট ১৩০ জনকে গ্রেফতার করেছে।
বিজ্ঞাপন
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন জানান, নতুন করে গাজীপুর মহানগরের সদর থানায় ৫ জন, কাশিমপুর থানায় ১ জন, গাছা থানায় ৩ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, ডিবি উত্তর ৪ জনকে গ্রেফতার করেছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টে’ জেলা পুলিশ মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন ৮ জনকে গ্রেফতার করেছে। ওই অভিযানে গ্রেফতার সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর। এই অভিযানে জেলা পুলিশ মোট ১৩০ জনকে গ্রেফতার করেছে।
গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে আবুল কাশেম নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার ঘটনার পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ওই দিন থেকেই গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।
প্রতিনিধি/টিবি

