সাড়ে তিন ঘণ্টার পর রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির রিসোর্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অর্ধ-শতাধিক কটেজ-রেস্তোরাঁ ও ঘরবাড়ি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেছেন। আমরা এখনো ক্ষতি কেমন হয়েছে বলতে পারছি না।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, দুপুর ১টার দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। খাগড়াছড়ি, দীঘিনালার দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়।
বিজ্ঞাপন
এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান। তিনি বলেন, মুহূর্তেই ছড়িয়ে পড়া এই আগুনে ৫০টিরও বেশি বাড়িঘর, রিসোর্ট ও রেস্টুরেন্ট আগুনে পুড়ে গেছে।
আরও পড়ুন
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছে না।
ইএ