২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার মহিলা ওয়ার্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আধা ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে নিরাপত্তা জনিত কারণে দ্রুত হাসপাতালের পঞ্চম তলা থেকে চিকিৎসাধীন রোগীদের সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি

