বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কিডনি ডায়ালাইসিস বিভাগের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলায় এ ঘটনা ঘটে। এতে কয়েকটি বেডসিটসহ আসবাবপত্র পুড়ে গেছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় হাসপাতালের উপ-পরিচালক মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। তারপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী রোগী ও তাদের স্বজনরা জানান, হঠাৎ করে স্টোর রুম থেকে ধোঁয়া বের হলে রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে হাসপাতাল থেকে দৌঁড়ে বের হয়ে যান। তাদের মধ্যে কেউ কেউ বাইরের মাঠে অবস্থান নিয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় উপ-পরিচালক মনিরুজ্জামান শাহীনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হতে পারে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিজ্ঞাপন
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বেলাল উদ্দিন জানান, শেবাচিম হাসপাতালে সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাক্ষেপে এই বিষয়ে জানানো হবে। তবে বিদ্যুতের লাইনটি অনেক পুরোনো হওয়ায় শর্ট সার্কিটও হতে পারে।
তিনি বলেন, আমরা গিয়ে দেখি কিডনি বিভাগের ডায়ালাইসিস স্টোর রুমটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছিল। আমরা তালা কেটে স্টোর রুম খুলে আগুন নিভিয়ে ফেলি।
তিনি আরও বলেন, এখানে ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। এখানে ওষুধ ও স্যালাইন রাখা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।##মাসুদ ০১৭১১০৩৫৩০৯
প্রতিনিধি/ এজে

