বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদকের অভিযান, তিন দালাল আটক

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তিন দালালকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

thumbnail_IMG_20250223_150905

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

রাজবাড়ী জেলা আ.লীগের সহসভাপতি ফকীর জব্বার গ্রেফতার

পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেওয়ার শর্তে দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন কাওসার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এসময় আরও দু’জনকে আটক করা হয়েছে। পরে ওই দু’জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

thumbnail_IMG_20250223_150904

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে একজনক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বাকি দু’জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর