বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ১০ ভারতীয় মহিষ জব্দ 

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁপাইনবাবগঞ্জর সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ১০টি মহিষ জব্দ করেছে বিজিবি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার সাদ্দামের চর এলাকায় অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করা হয়।


বিজ্ঞাপন


৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চরবাগডাঙ্গার সাদ্দামের চর এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্তের নিকটবর্তী একটি মাঠে মালিকবিহীন অবস্থায় ১০টি মহিষ জব্দ করা হয়। মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এনে সেখানে বেঁধে রাখা হয়েছিল।

তিনি জানান, জব্দ মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর