সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে কাজ করার সময় ভবন থেকে পড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাগর মাতুব্বর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল বিয়ের গাড়ি 

নিহত সাগর মাতুব্বর (২৬) উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন তলা ভবনের বারান্দায় গ্রিলের কাজ করতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন সাগর মাতুব্বর। এ ঘটনায় পরিবার ও গ্রামবাসীর মধ্যে চলছে আহাজারি। দুই ভাই ও চার বোনের মধ্যে সাগর মাতুব্বর বড়।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১১


বিজ্ঞাপন


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তুজারপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা টিটো মোল্লা বলেন, সাগর মাতুব্বর ৩-৪ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবের দাম্মাম শহরে যান। পরে তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ভালো বেতনে কাজ করেন। আজ সন্ধ্যায় শুনতে পাই যে  ভবনের ওপরে কাজ করতে গিয়ে নিচে পড়ে মারা গেছেন সাগর।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর