রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

নাজিরপুরে আইনজীবীর মাকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

পিরোজপুরের নাজিরপুরে আইনজীবীর মাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

আইনজীবী তাপস কুমার ভক্ত পিরোজপুর জজকোর্টের আইনি পেশায় নিয়োজিত আছেন।


বিজ্ঞাপন


তিনি নাজিরপুর উপজেলার ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের ছেলে।

Nazirpur-07.02.2025(3)

তিনি জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে পিরোজপুর থেকে বাড়িতে এসে দেখতে পান তার মা লক্ষ্মী রানী ভক্তকে (৭৫) হাত-পা বেঁধে মৃত অবস্থায় খাটের ওপর ফেলে রাখা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, এর সঙ্গে জড়িত প্রতিবেশী আফজাল হোসেন ও তার স্ত্রী, এবং ৪ ছেলে এছাড়া মাসুম মিনা, সাধু ও মিঠু জড়িত রয়েছে। আমার ধারণা তারা আমার মাকে হাত-পা বেঁধে হত্যা করে রেখে গেছে। তাদের সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ রয়েছে।


বিজ্ঞাপন


মাসুম মিনা ওই ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মৃত লতিফ মিনার ছেলে।

সন্তোষ হালদার (সাধু) মৌখালী ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক। এছাড়া মশিউর রহমান মিঠু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার মৃত মহসিন মোল্লার ছেলে।

স্থানীয় নুর ইসলাম শেখ বলেন, তিনি ওই বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। তার রস দিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পার্শ্ববর্তী বাড়ির কৃষ্ণা মণ্ডলকে ডাকেন। কৃষ্ণা মণ্ডল ঘরে ঢুকে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান।

Nazirpur-07.02.2025

স্থানীয় কৃষ্ণা মণ্ডল (২৮) জানান, শুক্রবার ভোরে তিনি ওই বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি ওই বৃদ্ধাকে হাত-পা বাঁধা ও মৃত্যু দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

তাপস ভক্ত আরও জানান, স্থানীয় বিএনপি নেতা আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠুসহ একটি গ্রুপের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে তার মাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করে অভিযোগ করেন।

আরও পড়ুন

গৃহবধূকে হত্যা করে লাশ পাঠিয়ে দিল বাবার বাড়িতে, শ্বশুর-শাশুড়ি আটক

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে, তাতে যেই হোক। এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান ও যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামসহ উপজেলা বিএনপির নেতারা ওই বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, মামলা রুজু প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর