সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

যে গ্রামে গান-বাজনা নিষিদ্ধ

শুনতে অবাক লাগলেও ভিন্ন নিয়মে চালিত হয় এক গ্রাম। যে গ্রামে সব ধরণের বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যেখানে সমাজপতিরা গ্রামের অন্যান্যদের ওপর চাপিয়ে দিয়েছে এই খড়গ। যদিও সমাজপতিদের দাবি গ্রাম্য মারামারি, সহিংসতা দূর ও উঠতি বয়সী তরুণদের পড়াশুনায় মনোনিবেশ এমনকি তৃতীয় লিঙ্গের হিজড়াদের গ্রাম ঢুকে অসদাচরণ থেকে বাঁচতে এই নতুন নিয়ম চালু ।

সরেজমিনে যেয়ে দেখা যায়, দেশের প্রচলিত আইনের বাইরে চালিত এক গ্রামের সন্ধান মিলেছে। ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার ফলসী ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রাম শড়াতলা। যেখানে গত একমাস আগে সমাজপতিরা আলোচনার মাধ্যমে স্থির করেছে এই গ্রামে এখন থেকে কোনো অনুষ্ঠানেই আর কোনো বাদ্যযন্ত্রের ব্যবহার করা যাবে না। এমনকি হকার ও তৃতীয় লিঙ্গের হিজরা নিষিদ্ধ করা হয়েছে।


বিজ্ঞাপন


১০০ টাকার একটি স্ট্যাম্পে প্রায় ২০ জন মিলে এ সিদ্ধান্ত নিয়েছে বলে গ্রাম ঘুরে জানা গেছে। এমনকি তারা সেই সিদ্ধান্তের স্ট্যাম্পের ফটোকপি গ্রামের প্রায় সব দোকানে সাটিয়ে দিয়েছে। এর নিয়মের ব্যত্যয় হলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও লেখা আছে। সেই সঙ্গে কমপক্ষে ৪ হাজার টাকা জরিমানাও গুনতে হবে বলে স্ট্যাম্পে উল্লেখ করা হয়েছে।

Photo_01

শড়াতলা পশ্চিমপাড়া মসজিদ কমিটির সভাপতি এনামুল হক অবশ্য দাবি করেছেন, গ্রাম্য হানাহানি-মারামারি, সহিংসতা দূর ও উঠতি বয়সী তরুণদের পড়াশুনায় মনোনিবেশ করানোই তাদের মূল লক্ষ্য।

ফলসী ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের মেম্বার তৌহিদুর রহমান দাবি করেন, এ ব্যাপারে বেশিরভাগ গ্রামবাসীই একমত। সবার মতামতের ভিত্তিতে এটি করা হয়েছে। এখানে কমিটিতে ২০ জন সদস্য আছে। তার মধ্যে মসজিদ কমিটির সভাপতি, শিক্ষক, কৃষক, মোয়াজ্জিন, ইমাম সবাই আছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নিজের ভিটায় ফিরতে দ্বারে দ্বারে ঘুরছেন বৃদ্ধা

হরিণাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার বি. এম. তারিক-উজ-জামান জানান, বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু কারা আমার নাম উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিল তা অবশ্যই যাচাই বাছাই করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, শড়াতলা গ্রামের মোট জনসংখ্যা প্রায় ২ হাজার। এর মধ্যে ভোটার রয়েছে প্রায় ১৫শ ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর