সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টাঙ্গাইলে যুবলীগ নেতা হাবিব গ্রেফতার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে যুবলীগ নেতা ভূইয়া হাবিব গ্রেফতার

ডেভিল হান্ট অপারেশন অভিযানে টাঙ্গাইলের বাসাইলের হাবিবুর রহমান ভূইয়া ওরফে হাবিব নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথবাহিনী।


বিজ্ঞাপন


আরও পড়ুন: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতা খোকনেশ্বর ত্রিপুরা আটক

গ্রেফতার হাবিবুর রহমান ভূইয়া হাবিব উপজেলা যুবলীগের সদস্য। 

তিনি উপজেলার কাউলজানীর মহিষখালী এলাকার আনাহার আলী ভূইয়ার ছেলে।

আরও পড়ুন: রাজশাহীতে চা দোকানি খুন, নেপথ্যে পরকীয়া


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে বাসাইল থানা পুলিশসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার কাউলজানীর মহিষখালী বাজার থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তাকে ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, যৌথবাহিনী অভিযানটি পরিচালনা করে। অভিযানে হাবিবুর রহমান ভূইয়া হাবিবকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে যৌথবাহিনী।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর