সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব গ্রেফতার

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিব খানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সাবরেজিস্ট্রার অফিসের কাছ থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হবিগঞ্জে আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেফতার

রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল। 

তিনি বলেন, হাবিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলা চলমান রয়েছে। কয়েক দিন আগে গ্রেফতার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলের সঙ্গে তার সখ্যতা রয়েছে বলে আমরা জানতে পারি।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল


বিজ্ঞাপন


খোঁজ নিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেফতার হাবিব খান শহরের নিউ ট্রাক রোড খান বাড়ির মৃত হারিছ খানের ছেলে। তিনি নিজেকে কখনও সাংবাদিক, কখনও অটোরিকশা মালিক সমিতির নেতা পরিচয় দেন। তার বিরুদ্ধে মাদক কারবারিতে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার ছোট ভাই সোহাগ ছাত্রলীগ নেতা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর