মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ এএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির নেতাদের বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


তখন ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মরদেহ বহনকারী খাটিয়া নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলটি মুজিব সড়ক হয়ে আলীপুর ইমাম উদ্দিন স্কয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ ছাত্র সমন্বয়ক সোহেল রানা, তামান্না বিনতে তাফসির ও সাইফ খান বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ থাকলে এ দেশে শান্তি ফিরে আসবে না। যত দ্রুত সম্ভব ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং তাদের নেতাদের বিচার করা হবে। তাহলে এ দেশে শান্তি ফিরে আসবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর