রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

শরীয়তপুরে ৫০০ কেজি পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা 

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে ৫০০ কেজি পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা 

শরীয়তপুরে ৪৯০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ পলিথিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বৃহস্পতিবার (১৩  ফেব্রুয়ারি) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, ভোজেশ্বর বাজারের চৌধুরী মার্কেটের কামাল খান ও কুমার পট্টির মেহেদী হাসান নামের দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শরীয়তপুর পরিবেশ অধিদফতর। অভিযানে কামাল খান ও মেহেদী হাসানের দোকান থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ টাকা জরিমানা ধার্য করে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে পরিবেশ অধিদফতর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৯০ কেজি পলিথিন জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর