সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটি অবৈধ দাবি করে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলন করা হয়। এরপর প্রতিবাদ মিছিল বের হয়ে প্রেসক্লাব চত্বর থেকে লোহাগড়া উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি আলহাজ সাচ্চু মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসানসহ আরও অনেকে।

thumbnail_IMG_20250209_153325

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত বছরের অক্টোবরের ২৬ তারিখে লোহাগড়া উপজেলার সম্মেলন হয়েছিল। এ সম্মেলন আমরা যারা অংশগ্রহণ করেছিলাম- ১২টি ইউনিয়ন ও পৌর বিএনপির ওয়ার্ডের সব সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত লোহাগড়া উপজেলা ও পৌরসভার সব নেতাকর্মী ও জেলা হাজতখাটা কর্মী। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী নিকটতম ভোট পাওয়া প্রার্থীদের না রেখে টাকার বিনিময়ে আওয়ামী বাকশাল সদস্যদের নিয়ে কমিটি গঠন হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সব নেতাকর্মীরা প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন

কলমাকান্দায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, দু’জনকে শোকজ

আমাদের বর্তমান উপজেলা সভাপতি এসএসসি পাশ করেনি। তার জ্ঞানের অভাবে টাকার বিনিময়ে এই অন্যায় কাজ করেছে। বর্তমান কমিটির বেশির ভাগ সদস্য লেখাপড়া জানে না। এই অশিক্ষিত লোক দিয়ে আমাদের দল ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এসব অন্যায় কাজের প্রতিবাদ করছি। দাগি, খুনি আসামি, চোরাচালানি ব্যক্তিরা টাকার বিনিময়ে এই কমিটিতে আসছে। আমরা এতে হতভম্ব হয়েছি। অনেক উচ্চ শিক্ষিত সিনিয়র ভিপি শফিকুল ইসলাম (সবুজ) এই কমিটিতে নেই। যিনি দীর্ঘ ৬ মাস কারাবরণ করেছিলেন। এছাড়া শ ম লুৎফর রহমান, আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু, জাহিদুল ইসলাম সাহেব, খোকন সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল ইসলাম পলাশসহ অনেকে বর্তমান কমিটিতে নেই। এসব বিষয়ে আমরা দুঃখের সঙ্গে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

thumbnail_IMG_20250209_153255

এসব অভিযোগের বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুকে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি। এছাড়া সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

অন্যদিকে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরিফ বলেন, কমিটি কখনও অবৈধ হয় না। কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগী নেতাকর্মীদের রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। এদিন সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশে বিএনপির পদ বঞ্চিত নেতাকর্মী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর