নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পাভেলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া ছাত্রদলের আরও দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ও এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ হাসান রবিন, লেংগুরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কৌশিক আহাম্মেদ।
তবে ওই নেতাদের বিরুদ্ধে নির্দিষ্ট কী ধরনের অভিযোগ রয়েছে, তা জানা যায়নি।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী গতকাল শনিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞাপন
জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল হুদা শামীম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের দুই নেতাকে শোকজ ও এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শোকজ পাওয়া ওই দুই নেতাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে সশরীর হাজির হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
প্রতিনিধি/এসএস

