শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

আ.লীগের মতো পুরোনো ধারার রাজনীতি আর চলবে না: নুর

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগের মতো পুরোনো ধারার রাজনীতি আর চলবে না। এত বড় দল হয়েও আজ ভাত না খেয়ে, লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে।’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পৌরসভা মাঠে রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


নুরুল হক নুর বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দদের বলব আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। এতো বড় দল হয়েও আজ ভাত না খেয়ে, লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারত পালিয়েছে।

সরকারের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আজকে আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ও দেশের মৌলিক পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন। অন্যথায় জনগণের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন।

চলমান পরিস্থিতিতে প্রশাসনের দায়িত্বহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিমান ভাড়া নিয়ে প্রবাসীদের হয়রানি বন্ধে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, তোমাদের নেতারা লুঙ্গি-গামছা ছাড়াই দেশ ছেড়ে পালিয়েছে আর তোমরা এখন লিফলেট বিলি করবা, হরতাল করবা। রাস্তায় নেমে দেখ জনগণ দলবল নির্বিশেষে তোমাদের কঠোর হস্তে প্রতিহত করবে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, মেঘনা নদীর চারপাশে অবৈধ দখলদার ও চাঁদাবাজ কারা? ১৬ বছর ক্ষমতায় থেকে যারা দখলবাজি ও চাঁদাবাজি করেছে সেই আওয়ামী লীগ সরকার জামাকাপড় ছাড়া পালিয়ে যাওয়ার পর এখনো চাঁদাবাজি ও দখলবাজি চললে তা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে।

নুরুল হক নুর বলেন, গণঅধিকার থেকে সহ-সভাপতি সোনারগাঁয়ের সন্তান আগামী নির্বাচনে এই আসনে অংশগ্রহণ করবে। যদি আপনারা তাকে যোগ্য মনে করেন ভোট দিয়ে গণমানুষের অধিকার নিয়ে কাজ করার সুযোগ করে দেবেন।

কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কির সভাপতিত্বে ও জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব একেএম সাইদুজ্জামান ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ'র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।

আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সম্পাদক নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, আবু হানিফ, তোফাজ্জল হোসেন, রাহুল আরফানসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর