সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাদা কাপড়ে মোড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ম্যুরাল ভাঙচুরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আওয়ামী লীগ-ছাত্রলীগ-কৃষক লীগের নেতা গ্রেফতার
এর আগে গত ৯ জানুয়ারি ম্যুরালটি অপসারণে তিন দিনের সময় বেঁধে দিয়েছিল সিলেটের ‘তৌহিদী জনতা’। এ দিন নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আল্টিমেটাম দেন সিলেট নগরের জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।
তবে আল্টিমেটামের তিন দিন পার হলেও বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল পর্যন্ত ম্যুরালটি অপসারণ করেনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়। এ অবস্থায় বৃহস্পতিবার রাতের আধারে কে বা কারা ম্যুরালটি ভেঙে দিয়েছে, তা জানা যায়নি। পরে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে ম্যুরাল ভাঙচুরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
একটি ছবিতে দেখা গেছে, ম্যুরালটি ভেঙে ফেলার জন্য নিচের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এটিকে উপড়ে ফেলতে পারেনি।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, রাতের আধাঁরে কে বা কারা এটি ভেঙে দিয়েছেন তা জানা যায়নি। এটা খোঁজ নিয়ে দেখতে হবে।
২০২০ সালের ১৯ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর সিলেটের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় এ ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর থেকে এটি সাদা কাপড়ে মোড়া অবস্থাতে ছিল।
প্রতিনিধি/ এমইউ