রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

'শাহবাগী গোসল কর' স্লোগান দিয়ে কুবিতে মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,  কুবি
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'শাহবাগী গোসল কর' স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এভাবেই বিক্ষোভ মিছিল করেছেন সেখানকার শিক্ষার্থীরা। 

বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নেত্রকোনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি গ্রেফতার

এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক ঘুরে মূল ফটকে এসে শেষ হয়।  

এ সময় শিক্ষার্থীরা "ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না' 'গোলামি না আজাদি, আজাদি আজাদি, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো, যুবলীগের বিরুদ্ধে লড়াই কর একসাথে, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই কর একসাথে,  'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই', আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর', শাহবাগী, গোসল কর, শাহবাগী - গোসল কর" স্লোগান দেন। 

আরও পড়ুন: নেত্রকোনায় জামায়াত কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার ২


বিজ্ঞাপন


বিক্ষোভ মিছিলের বিষয়ে কুবির সমন্বয়ক মোজাম্মেল হোসেন আবির বলেন, আমরা অনলাইনে দেখলাম যে আওয়ামী লীগ বা ঘৃণিত স্বৈরাচাররা ফেব্রুয়ারি মাসজুড়ে হরতাল ও আন্দোলনের ডাক দিয়েছে। তাদের সঙ্গে ছাত্রলীগও সমর্থন জানিয়েছে। বাংলাদেশে যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সেখানে তারা রাজনীতি করার অধিকার রাখে না। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তাতে তারা অনুতপ্ত না হয়ে অবৈধ কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আজকে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন