শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাগড়াছড়িতে নাগরিক সেবা বঞ্চিত ভুক্তভোগীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়িতে নতুন ভোটার হতে নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন পেতে ভোগান্তির প্রতিবাদে খাগড়াছড়ি পৌর শহরের ১নং ওয়ার্ডের ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।


বিজ্ঞাপন


বিক্ষোভকারীরা জানান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জন্মনিবন্ধন ও নাগরিক সনদ দেয়ার জন্য টাকা দাবি ও সেবা প্রার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ভুক্তভোগীরা বিক্ষোভ করে।ন

ভুক্তভোগীরা জানান, এলজিইডির প্রকৌশলী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আমাকে কোনোভাবেই নাগরিক সনদ দিচ্ছে না। উনার অফিসে কয়েকবার যাওয়ার পরও সনদের জন্য উনি স্বাক্ষর দেয়নি। নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

অভিযোগ অস্বীকার করে তৃপ্তি শংকর চাকমা বলেন, আমি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা। পৌরসভার কাউন্সিলর না থাকায় জনপ্রতিনিধির কাজ অতিরিক্ত করতে হচ্ছে। তথ্য যাচাই বাছাই করায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

প্রসঙ্গত, মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর নাগরিক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিয়ে কমিটি গঠন করেন পৌর প্রশাসক।


বিজ্ঞাপন


সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বডুয়া জানান, ১নং ওয়ার্ডের এক নাগরিক সনদ পেতে সম্পূর্ণ তথ্য দেয়নি তাই। পরে নাগরিকরা জড়ো হয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর