রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নেত্রকোনায় জামায়াত কর্মীকে মারধরের মামলায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি,  নেত্রকোনা 
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনার মদনে আব্দুল হালিম নামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক শাখার কর্মীকে মারধর করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ‘বিএনপি জনগণের ওপর নির্ভরশীল রাজনৈতিক দল’

অভিযুক্তদের মদন পৌরশহরের নিজ বাড়ি জাহাঙ্গীরপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের রোববার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা হলেন - পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জাহাঙ্গীরপুর গ্রামের নিয়ামুদ্দিনের ছেলে আমিন কসাই (৩২) ও তার ছোট ভাই আইনুল মিয়া (২৫)।

আরও পড়ুন: শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জামায়াত কর্মী আব্দুল হালিমের ছয় বছর বয়সী ছেলেকে আমিন কসাইয়ের ১২ বছর বয়সী ছেলে মারধর করে। এ বিষয়ে আব্দুল হালিমের মামা বিএনপি কর্মী আহাদের সঙ্গে আমিন কসাইয়ের আত্মীয় ও আওয়ামী লীগের নেতা সুলতান মিয়ার পরিবারের লোকজনের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটলে আব্দুল হালিম গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই আহত হালিমের ভাই ছাব্বির বাদী হয়ে ছয়জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ দু’জনকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসনান জানান,‘ ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। ওই মামলার দু’জন আসামিকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন