বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আকিজ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞানমেলা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে বুধবার (২৯ জানুয়ারি) শেষ হয়।
বিজ্ঞাপন
প্রতিযোগিতায় বিশেষ আয়োজন ছিল ‘বি ইনোভেটেড, স্টে কানেক্টেড’ প্রতিপাদ্যে বিজ্ঞানমেলা। শিক্ষার্থীদের অ্যাসেম্বলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। পরে তিনি বিজ্ঞানমেলা ঘুরে দেখেন। প্রচলিত ক্রীড়া প্রতিযোগিতাকে ছাপিয়ে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্ক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ায় তিনি কর্তৃপক্ষের প্রসংশা করেন।
মাহফুজুল হোসেন বলেন, আকিজ কলেজিয়েট স্কুল ভালো ফলাফলের দিক থেকে যেমন শীর্ষ অবস্থানে, তেমনি তাদের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।
ঝিকরগাছা উপজেলার নাভারণে অবস্থিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠতে দেখা যায় শিক্ষার্থীদের। বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করে সবার মাঝে। ছাত্র-ছাত্রীদের আলাদা অংক দৌড়, ১০০ মিটার দৌড়, চেয়ার সিটিং, গোলক নিক্ষেপসহ মোট ২৭টি ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন ছিল। এসব আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে গোটা প্রতিষ্ঠান প্রাঙ্গণ।
বিজ্ঞাপন
এরমধ্যে শিক্ষকদের হাড়িভাঙা খেলা শিক্ষার্থীদের বাড়তি আনন্দ দেয়। চোখ বাঁধা অবস্থায় হাড়িভাঙা খেলায় অংশ নিয়ে কয়েকজন শিক্ষক সফল হন। শিক্ষকদের সফলতায় শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফেটে পড়ে।
বিজ্ঞানমেলায় মোট ১৪টি স্টলে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপন করে। স্মার্ট সিটি, সোলার প্যানেলের সাহায্যে স্মার্ট স্কুল, স্মার্ট বাগান, ভূমিকম্প সতর্কতা সিস্টেম, স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, ক্লিন এয়ার, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপক ব্যবস্থা, বন্যা পরবর্তি ভাসমান সেতু তৈরি করে জীবন ধারণ পদ্ধতিসহ নানা উদ্ভাবনি প্রজেক্ট উপস্থাপন করে দর্শকদের মন জয় করে এসব খুদে উদ্ভাবকরা। মেলা ঘুরতে আসা দর্শনার্থীদের তাদের প্রজেক্ট সম্পর্কে ব্রিফ করে তারা।
বিজ্ঞানমেলা দেখতে ছুটে আসেন অভিভাবকরা। সন্তানদের এই উদ্ভাবনী মেধা এবং সৃজনশীলতা দেখে তারাও অভিভূত হন। অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরাও দারুণ খুশি। আয়োজনের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তারা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজ্ঞানমেলার প্রতি আকিজ কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। এধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর রবিউল হক ও অধ্যক্ষ মো. কামরুজ্জামান।
১৯৯১ সালে দেশবরেণ্য শিল্পপতি মরহুম শেখ আকিজ উদ্দিন প্রতিষ্ঠিত আকিজ কলেজিয়েট স্কুলটি পরিচালনা করছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। সভাপতির দায়িত্ব পালন করছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। ভালো ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দেশসেরা হিসেবে প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে।
ইএ