রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

অন্তর্বর্তী সরকার ঠিকমতো দেশ চালাতে পারছে না: মান্না

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

অন্তর্বর্তী সরকার ঠিকমতো দেশ চালাতে পারছে না: মান্না
গণসমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে দেশে জন্ম হওয়ার পরে শিশু খাদ্য পাওয়া যায় না। যে দেশের শিশুর দুধের উপরে প্রতিনিয়ত ট্যাক্স বসানো হচ্ছে; আমরা ঐ দেশটা বদলাতে চাই। ৫৩ বছর ধরে মানুষের এটাই আকাঙ্ক্ষা। ১৫ বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক। তবে তারা দেশ ঠিকমতো চালাতে পারছেন না। তারা জিনিসের দাম কমাতে পারেনি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি। এখনও চুরি ডাকাতি হচ্ছে। তাই আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে শরীয়তপুরের জাজিরায় টিঅ্যান্ডটি মোড় বালুর মাঠে আয়োজিত নাগরিক ঐক্যের গণসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আমরা যখন লড়াই করতাম তখন সবাই আমাদের বলতো লড়াই করে কি লাভ এক সরকার যাবে আরেক সরকার আসবে। যেই লাউ সেই কদু। যা বায়ান্ন তাই তিপ্পান্ন। আগে যেরকম চলতো এখনো তাই চলে। আন্দোলন করে আমাদের কি লাভ। আমরা তখন তাদের বলতাম আমরা কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না। আমরা দেশটা বদলাবার লড়াই করছি। সমাজ বদলাবার লড়াই করছি। এমন সমাজ চাই, এমন দেশ চাই; যে দেশকে নিজের দেশ মনে হবে। যেখানে বুক ভরে নিশ্বাস নিতে পারব। যেখানে রাস্তায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না। ক্ষুধায় আমাদের কারো জীবন যাবে না।

মান্না আরও বলেন, এখন যে সরকার আছে সেই সরকারের কোনো দল নেই। নতুন দল করতে হলে ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না।

দেশের জনগণের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, আমরা চাই ভোটের মধ্যে দিয়ে আপনারা ঠিকমতো সরকার নির্বাচন করবেন। এমন দলকে আপনারা নির্বাচিত করুন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে। টাকা বানাবার মেশিন হয়ে যাবে না। তাহলে দেশের কল্যাণ হতে পারে।

সমাবেশে নাগরিক ঐক্যের জাজিরা উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম বেপারীর সভাপত্বিতে ও সদস্য সচিব আ. রহিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা ব্যানার্জি, শরীয়তপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মাল এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর