সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী পিঠা উৎসব 

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী পিঠা উৎসব 

লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী পিঠা উৎসব চলছে। এ কারণে ক্যাম্পাসের চতুর্দিকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন ঝুনিক পিঠা, মিষ্টি-কুমড়ো, নবাবি সেমাই, কেউ বানিয়েছেন হৃদয়হরণ, কেউবা বাহারি গোলাপ, বউ পিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানান নামের ও রঙের মুখরোচক পিঠা। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং হাসিমুখ পুরো অনুষ্ঠানকে সফল করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী বাংলাদেশের উপকূলীয় জেলা লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ২২টি স্টল নিয়ে শুরু হয়েছে পিঠা উৎসব। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নড়াইলে ২৫ পদের পিঠা দিয়ে নবান্ন উৎসব

Screenshot_2025-01-27_140320আয়োজকরা জানিয়েছেন, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করিয়ে দিতে প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাস প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে এ পিঠা উৎসবের আয়োজন করেছেন।

বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষকদের নিয়ে পিঠা উৎসবের স্টলগুলো পরিদর্শন করেন কলেজ অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান। 

আরও পড়ুন: বিশ্ব তারকাদের নিয়ে রেড সি'র জমকালো উদ্বোধন


বিজ্ঞাপন


পরিদর্শন শেষে অধ্যক্ষ মঞ্জুরুর রহমান ঢাকা মেইলকে জানান, পিঠা উৎসবে ২২টি স্টল রয়েছে। প্রতিটি স্টল ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পরিচালিত। পিঠা উৎসব এক সময় গ্রামীণ ঐতিহ্যের অংশ ছিল। বর্তমানে এ পিঠা উৎসব হারিয়ে যেতে বসেছে। তাই তরুণ প্রজন্মের সঙ্গে এ সংস্কৃতির পরিচয় করিয়ে দিতে এ আয়োজন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর