রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

আজহারীর মাহফিল থেকে মলম পার্টির তিন সদস্য আটক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

আজহারীর মাহফিল থেকে মলম পার্টির তিন সদস্য আটক

পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ এলাকায় ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে লাখো মানুষের সমাগমের মধ্যে মলম পার্টির তিন সদস্যকে আটক করেছে জনতা।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে সন্দেহজনক আচরণের কারণে উপস্থিত কয়েকজন তাদের আটক করেন।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফিল চলাকালে ভিড়ের সুযোগ নিয়ে ওই তিন ব্যক্তি মানুষের মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। স্থানীয়রা তাদের সন্দেহ করে ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মাহফিলের পাশে আমাদের পুলিশ কন্ট্রোল রুম থেকে ফোন করে জানিয়েছে মলম পার্টির তিনজনকে জনসাধারণ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর