সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার দাউদনগর বাজারে এ কেন্দ্রের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বশেমুরবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক নাজমুল আহসান

হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, উপাচার্যের একান্ত সচিব আমিনুল আকতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক জসীম উদ্দীন, সফিউল করীম, মুসলেহ উদ্দীন, নজরুল ইসলাম, সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আবু হুরায়রা।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

আরও উপস্থিত ছিলেন - শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি ও নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন, সদস্য সচিব ফাহিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সুহেল প্রমুখ।


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, খুব শিগগির স্থায়ীভাবে হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্র ও ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। এ সময় তিনি স্থানীয় নেতাদের শায়েস্তাগঞ্জে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর