শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাজশাহীতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) এ উপলক্ষে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) রাজশাহী চ্যাপ্টারের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিএনপির অনুষ্ঠানে ‘পলাতক’ শ্রমিক লীগ নেতা, ভিডিও ভাইরাল 

নগরীর অতিরিক্ত পরিচালকের সম্মেলন কক্ষ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। রাবির প্রফেসর ও এ্যাব রাজশাহী চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলীমের সভাপতিত্বে ও এ্যাব সাধারণ সম্পাদক কৃষিবিদ নূর সহাম্মদ সালাহউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর এম রফিকুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন প্রফেসর ড. নূরুল আলম, প্রফেসর ড. সারোয়ার জাহান, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতন আমরা ভুলে যাইনি: এ্যানি চৌধুরী


বিজ্ঞাপন


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন - কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ, কৃষিবিদ এনায়েত হাসান জনি ও কৃষিবিদ হাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং তাবারক বিতরণ করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর