বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, স্লোগানে স্লোগানে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনে দাগ কাটে। তাদের অত্যাচার-নির্যাতন আমরা ভুলে যাইনি। তারা ব্যাপক গুম-খুন করেছে। গত ১৭ বছর বাংলাদেশে এ ধরনের অমানবিক পরিবেশ ছিল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শামীম ওসমান ও তার স্ত্রী-শ্যালকের বিরুদ্ধে দুদকের মামলা
এ সময় এ্যানি চৌধুরী আরও বলেন, খেলাধুলা ছাত্রদলের রাজনীতির একটি অংশ। তার আগে এত দিন আমরা স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি।
ছাত্রদলসহ বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদের ফ্যাসিস্ট সরকার খেলাধুলা, পড়ালেখা ও পরীক্ষা দিতে দেয়নি। যার কারণে আমাদের তরুণ-যুবসমাজ অনেক ক্ষেত্রে বঞ্চিত ছিল।
আরও পড়ুন: ভ্যানচালকের মামলায় আসামি ৩ হাজার
বিজ্ঞাপন
জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এ টুর্নামেন্টে ১২ দল অংশ নেয়। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজ সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্স আপ হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন - লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মঞ্জুরুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ

