মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিল 'লাল সবুজ উন্নয়ন সংঘ'

উপজেলা প্রতিনিধি, ঢাকা (সাভার ও ধামরাই)  
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিল 'লাল সবুজ উন্নয়ন সংঘ'

ঢাকার সাভারে অসহায় গরিব শীতার্ত মানুষ ও পথশিশুদের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছে সেচ্ছাসেবী সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘ'।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ও ফুটওভার ব্রিজে আশ্রয় নেওয়া ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা, বিপাকে নিম্ন আয়ের মানুষ

এ সময় এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি শীতার্ত ও বন্যার্তসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ-মহামারিতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে 'লাল সবুজ উন্নয়ন সংঘ'। তাই প্রতি বছরের ন্যায় এ বছরও মাসব্যাপী সারা দেশজুড়ে শীতবস্ত্র বিতরণ করছে তারা। চলতি বছর ভিন্ন আঙ্গিকে রাতভর ঘুরে ঘুরে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দেওয়া হচ্ছে কম্বল।

লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, 'আমাদের লক্ষ্য কেবল শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া নয়, বরং তাদের মনে আশা জাগিয়ে তোলা যে আমরা তাদের পাশে আছি। আজকের এই প্রচেষ্টা যদি একজন মানুষকেও উষ্ণতা এনে দিতে পারে, তাহলে সেটাই আমাদের প্রকৃত সাফল্য। সবার প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমরা একসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই। আমাদের ছোট্ট সহযোগিতাও যদি কারও জীবনকে বদলে দিতে পারে, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।'

আরও পড়ুন: সাদুল্লাপুরে ৫০০ দুস্থ মানুষ পেলেন কম্বল


বিজ্ঞাপন


উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তাদের টিফিনের টাকায় পরিচালিত হয় এই সেচ্ছাসেবী সংগঠনটি। ২০১১ সালে কুমিল্লা থেকে যাত্রা শুরু করে বর্তমানে এই সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতায় কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর