শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

সাদুল্লাপুরে ৫০০ দুস্থ মানুষ পেলেন কম্বল

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে ৫০০ দুস্থ মানুষ পেলেন কম্বল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ৫০০ দুস্থ মানুষ কম্বল পেয়ে খুবই খুশি হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) সাদুল্লাপুর কেএম পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করে ব্যুরো বাংলাদেশ, সাদুল্লাপুর শাখা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে

এ সময় ছিন্নমূল পরিবারের মনোয়ারা বেওয়া নামের এক বৃদ্ধা বলেন, এই শীতে গরম কাপড়ের অভাবে শরীর থরথর করে কাঁপছিল। আজ ব্যুরো বাংলাদেশের কম্বল পেয়ে অনেক ভালো লাগছে। এখন রাতে আরামে ঘুমাতে পারবো।

এ অনুষ্ঠানে ব্যুরো বাংলাদেশ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন - থানার ওসি তাজ উদ্দিন খন্দকার, ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তাপস কুমার প্রধান, গাইবান্ধা এলাকা ব্যবস্থাপক বিজয় কুমার সুত্রধরসহ অনেকে।

আরও পড়ুন: তিন ঘণ্টার ব্যবধানে আরও কমল পঞ্চগড়ের তাপমাত্রা


বিজ্ঞাপন


আঞ্চলিক ব্যবস্থাপক মোতাহারুল ইসলাম বলেন, আমাদের সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। ব্যুরো বাংলাদেশ ঠিক সেই কাজটি করছে। এরই অংশ হিসেবে দুর্গত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর