বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাথরুমে পালিয়েও রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

বাথরুমে পালিয়েও রক্ষা হলো না ছাত্রলীগ কর্মীর

জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুবি শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী অর্ণব সিংহ রায়কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) সেমিস্টার পরীক্ষা শেষে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা। সবশেষ পাওয়া তথ্যমতে সোমবারে (১৩ জানুয়ারি) তাকে কোর্টে নিয়ে যাওয়া হবে।


বিজ্ঞাপন


জানা গেছে, অর্ণব সিংহ গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নামে দু’টি মামলাও রয়েছে বলে জানা যায়। আজ মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে শিক্ষার্থীরা খোঁজ পেয়ে তাকে ধরতে আসে। এসময় টের পেয়ে বিভাগের ওয়াশরুমে সে প্রায় দুই ঘণ্টা লুকিয়ে থাকে। পরবর্তীতে বিভাগের বিভাগীয় প্রধান তাকে প্রক্টর অফিসে নিয়ে আসলে শিক্ষার্থীরা তাকে সেখান থেকে নিয়ে এসে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে।

আরও পড়ুন

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

অর্ণব সিংহ রায়কে মারার বিষয়ে শিক্ষার্থী রাহিম বলেন, সে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আজকে যখন সে ক্যাম্পাসে আসে আমরা তাকে ধরতে চাইলে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের রুমে আশ্রয় নেয়। সেখানে এক-দেড় ঘণ্টা ওয়াশরুমে লুকিয়ে থাকে। এতে শিক্ষার্থীরা ক্ষেপে যায়। পরে ডিপার্টমেন্টের সহায়তায় তাকে প্রক্টর অফিসে নিয়ে আসলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার গায়ে হাত তোলে। তবে ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল আন্দোলনে তার সঙ্গে এমনটা করা হয়নি।

অভিযোগ রয়েছে, অর্ণব সিংহ রায় ২৯ জুলাই, ৩ ও ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এছাড়াও তার বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে মারধরের মামলা রয়েছে বলে জানা যায়।


বিজ্ঞাপন


এই বিষয়ে সদর দক্ষিণ থানায় যোগাযোগ করা হলে জানানো হয় এই আটক ব্যক্তিকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

এই বিষয়ে গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, আমরা তাকে কিছুক্ষণ পর কোর্টে চালান করব। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটা মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর