বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবাসহ মো. সবুজ বিশ্বাস (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতার সবুজ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শংকরপাশা গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে।


বিজ্ঞাপন


রোববার (১২ জানুয়ারি) রাতে লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনাপাড়ায় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ভোলায় পুলিশের ওপর হামলা, আরও ২ আসামি গ্রেফতার

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক, সুমন হাওলাদার সঙ্গীয় ফোর্সে সমন্বয়ে পুলিশের একটি দল রোববার রাতে লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনাপাড়ায় সামনে লোহাগড়া-নড়াইল সড়কের পাকা রাস্তার ওপর থেকে তাকে ৩৫ পিস ইয়াবাসহ সবুজ বিশ্বাস নামে ওই যুবক গ্রেফতার করেন।


বিজ্ঞাপন


এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর