মৌলভীবাজারে দুই লাখ ২০ হাজার টাকার বিদেশি সিগারেটসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেটকার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন - কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেটকার তল্লাশি করে অবৈধ পথে আসা এ সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ২০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ব্র্যান্ডের সিগারেট-সহ এবং টয়োটার একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এ ঘটনায় আটক দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ