মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা থেকে এক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়েছেন নেতা-কর্মীরা।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
যুবদলের ওই নেতার নাম তরিকুল। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় শ্রীনগর থানা পুলিশ। পরে রাতে যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।
পুলিশ সুপার শামসুল আলম জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/ এমইউ