সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১০:৪০ এএম

শেয়ার করুন:

অবৈধ ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

চাঁপাইনবাবগঞ্জের মহাপুকুর এলাকায় জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির সামনে মাটিভর্তি অবৈধ ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে এক শিশু। 

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহাপুকুর গ্রামে এ নিহতের ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত

নিহত শিশু একই গ্রামের রহমত আলীর ছেলে সিফাত আলী (০৪)। 

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিল শিশু সিফাত। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি অবৈধ ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: শেরপুরে বালুবোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল চালকের


বিজ্ঞাপন


২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনোয়ার মাহমুদ জানান, হাসপাতালে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। দেহের ওপর দিয়ে ট্রাক্টরের চাকা যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

এ ঘটনায় মামলা হচ্ছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন। তিনি জানান, মামলা গ্রহণ শেষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর