সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুরে বালুবোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল চালকের

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৮:০০ এএম

শেয়ার করুন:

কারাগারে মারা গেলেন শ্রমিক লীগ নেতা

শেরপুরের ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্র গাড়ি উল্টে চালক মারা গেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অবৈধ ট্রাক্টরের চাপায় প্রাণ গেল শিশুর

সতেরো বছর বয়সী নিহত ওই চালকের নাম শান্ত মিয়া। সে পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।

এর আগে রাতে ঝিনাইগাতী–ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত


বিজ্ঞাপন


নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্র গাড়িটি নিয়ে কিশোর শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল। এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি চলন্ত অবস্থায় উল্টে পাশের ধান ক্ষেতে পড়ে যায়। এতে গাড়িচালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর