সুস্বাস্থ্যের জন্য নানা বয়সের প্রায় আটশ শৌখিন দৌড়বিদের অংশগ্রহণে চায়ের দেশ মৌলভীবাজারে আয়োজিত হয়েছে হাফ ম্যারাথন।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ছয়টায় জেলা শহরের শ্রীমঙ্গল সড়কের বেঙ্গল কনভেনশন হল থেকে একসঙ্গে ২১ কিলোমিটার এবং ১০ কিলোমিটার দূরত্বের হাফ ম্যারাথন শুরু হয়।
বিজ্ঞাপন
মৌলভীবাজার রানার্স ক্লাব ও মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি যৌথভাবে এই ম্যারাথনের আয়োজন করে।
আয়োজকেরা জানান, চায়ের দেশ মৌলভীবাজার জেলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতেই এই আয়োজন। দুই রকম দূরত্বে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এর একটি ১০ কিলোমিটার দূরত্বের। অপরটি ২১ কিলোমিটার দূরত্বের। শহরতলির কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে অংশগ্রহণকারীরা প্রেমনগর চা বাগান থেকে মৌলভীবাজার স্টেডিয়ামে ফিরে আসেন। এই আয়োজনের নাম ‘বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২৫’।
প্রতিযোগিতায় ২১ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন আশরাফুল আলম ও মেয়েদের মধ্যে প্রথম হন তাবাসসুম ফেরদৌস। ১০ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন তোফায়েল বিন মোস্তফা, মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন জোনাকি আখতার মিম।
ম্যারাথন অংশগ্রহণকারী শিক্ষার্থী তোহা সিদ্দিকী তিনি বলেন, সবুজ চা বাগানের মাঝ দিয়ে যে রাস্তাটা, সেখানে দৌড়াতে বেশ ভালো লেগেছে। খুব উপভোগ করেছি।
আরেক দৌড়বিদের নীলাঞ্জন দেব বলেন, ম্যারাথনে অংশ নিয়ে খুব ভালো লেগেছে। হাঁটা এবং দৌড়ানো আমার খুব পছন্দের, এটা আমাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখে।
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ বলেন, এবারের হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার -এ দুই ক্যাটাগরির দূরত্বে দৌড় অনুষ্ঠিত হয়। নানা বয়সের প্রায় আটশ দৌড়বিদের অংশগ্রহণ করেন।
হাফ ম্যারাথন আয়োজকদের একজন চিকিৎসক সঞ্জীব মীতৈ বলেন, সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দৌড় খুবই উপকারী। আমরা সবার মধ্যে দৌড়ের আগ্রহ সৃষ্টি করতে চাই। পাশাপাশি মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্যকে দেশ-বিদেশের মানুষের কাছে পরিচিত করে তুলতে চেয়েছি।
প্রতিনিধি/এসএস