শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে ৮ দিন পর লোকাল ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ৮ দিন পর লোকাল ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহে ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ জনবল সংকটে বিভিন্ন রুটে লোকাল (মেইল) ট্রেন চলাচল আট দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল শুরু হয়।


বিজ্ঞাপন


ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মবিরতি প্রত্যাহার করায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি নিরসন হয়েছে।

এর আগে গত ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি শুরু হয়। লোকাল ট্রেনগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর