বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার পর আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩২ এএম

শেয়ার করুন:

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার পর আ.লীগ নেতা গ্রেফতার
সাহিদুজ্জামান সাহিদ

ফরিদপুরের সালথায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনার পর সাহিদুজ্জামান সাহিদ (৬৫) নামে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: ময়মনসিংহে মহিলা লীগের নেত্রী আটক

সাহিদুজ্জামান সাহিদ সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে।

সাহিদুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

আরও পড়ুন: সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার


বিজ্ঞাপন


ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, সালথার মাঝারদিয়া গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সাহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর