বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ময়মনসিংহে মহিলা লীগের নেত্রী আটক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০৬ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহে মহিলা লীগের নেত্রী আটক
আসমাউল হুসনা শিমুল

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে সাবেক জেলা পরিষদের মহিলা সদস্য ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমাউল হুসনা শিমুলকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জয়িতা মহিলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সিলেটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আটক আসমাউল হোসনা শিমুল হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের পল্লি পশু চিকিৎসক নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসী জানান, জেলা পরিষদ সদস্য থাকার সময় পরিষদের বিভিন্ন প্রকল্পে শিমুল দুর্নীতির মাধ্যমে অনেক অর্থ-সম্পদ করেছেন।

আরও পড়ুন: ‘মুজিব কোট’ পুড়িয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগ


বিজ্ঞাপন


সংসারে অভাব থাকা সত্ত্বেও গ্রামের ইউপি সদস্য হিসেবে নির্বাচন করে পরাজিত হন। ওই সময় আওয়ামী লীগের এমপি জুয়েল আরেং-এর আশীর্বাদ পেয়ে হয়ে যান জেলা পরিষদ সদস্য। সেই সঙ্গে ঘুরে যায় তার ভাগ্যের চাকা। বেশ কিছু দিন আগে প্রাইভেটকার কিনেছিলেন শিমুল।

স্থানীয়দের দাবি, দুর্নীতি দমন কমিশন থেকে জেলা পরিষদে তার দেওয়া প্রকল্পগুলো অনুসন্ধান করলেই দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়গুলো বেরিয়ে আসবে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলার মামলায় তাকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর