বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নড়াইলে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

শেয়ার করুন:

নড়াইলে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার 

নড়াইল সদর উপজেলায় গাঁজাসহ সাগর দাস (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে সদর উপজেলা শহরের হাতিরবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার

রোববার (৫ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাগর দাস সদর উপজেলার কুড়িগ্রাম এলাকার বসন্ত দাসের ছেলে।

আরও পড়ুন: যুবকের কাছে মিলল ১২০০ ইয়াবা


বিজ্ঞাপন


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে শনিবার রাতে সদর উপজেলা শহরের হাতির বাগান এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি দল। এ সময় সাগর দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার সাগর দাসের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর