মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ফেনসিডিলসহ ২ নারী গ্রেফতার

গাইবান্ধা রেলওয়ে স্টেশনে একটি ট্রেন থেকে ৮২ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের নাম রাজিয়া সুলতানা (৩৫) ও রিক্তা আক্তার ইতি (৩০)।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই অভিযান পরিচালনা করেছে বালাসিঘাট রেলওয়ে ফাঁড়ি পুলিশ। 


বিজ্ঞাপন


গ্রেফতার রাজিয়া সুলতানা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুর্বাচর গ্রামের মতিয়ার রহমানের মেয়ে ও রিক্তা আক্তার ইতি নওগাঁ সদরের চকদেব জনকল্যাণ স্কুল পাড়া এলাকার মৃত ইদু মন্ডলের মেয়ে।

এ বিষয়ে গাইবান্ধার বালাসিঘাট রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ নামক লোকাল ট্রেন গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছালে ট্রেনটি তল্লাশি করা হয়। তখন রাজিয়া সুলতানা কাছে থেকে ৪২ বোতল ও রিক্তা আক্তার ইতির কাছে থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর