বরগুনায় শিশু পরিবারের শিশুদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বরগুনা সরকারি শিশু পরিবারের ৫০ জন শিশুকে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে বরগুনায় ছাত্রদলের নেতাকর্মীরাও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় বরগুনা সরকারি শিশু পরিবারের প্রায় ৫০ জন এতিম শিশুকে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রদলের সদস্যরা।
![]()
কর্মসূচিতে অংশ নিয়ে বরগুনা সরকারি কলেজ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু হানিফ বলেন, আমরা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে না সব সময়ই সাধারণ মানুষের সহযোগিতায় পাশে থাকতে চাই। এ কারণেই বিভিন্ন সময়ে আমরা অসহায় শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বরগুনা সরকারি কলেজ শাখা ছাত্রদেলর সভাপতি মো. গোলাম রাসেল খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমরা চাইলেও দলীয় কোনো কর্মসূচি পালন করতে পারিনি। এমনকি ভালো কোনো কর্মসূচি পালন করতে চাইলেও আমরা বিভিন্ন বাধার মুখে পড়েছি। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা প্রতিদিনই উন্নয়নমূলক কিছু কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি। চলমান শীত মৌসুমে শীতার্তদের সহযোগিতায় শীতবস্ত্রও বিতরণ, অসহায়দের জন্য ফ্রি মেডিকেলের ব্যবস্থা করে চিকিৎসাসেবা দিয়েছি। আমরা ছাত্রদল প্রতিটি ভালো কাজের সঙ্গে থেকে আগামীর বাংলাদেশ গড়তে চাই। এমন কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস

