শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যশোরে উৎসবের আমেজ

মাহফিলে আজহারী উঠবেন রাতে, সকাল থেকে মানুষের ঢল

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

মাহফিলে আজহারী উঠবেন রাতে, সকাল থেকে মানুষের ঢল

যশোর শহর ও শহরতলীতে যেন উৎসবের আমেজ। পুলেরহাটে আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ ফটক দিয়ে প্রবেশ করতেই সেই উৎসবের আঁচ পাওয়া যায়। আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল উৎসবে রূপ নিয়েছে।

আজ শেষ দিনে শায়খ আহমাদুল্লাহ ও ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে। সকাল থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষ বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করেছে।


বিজ্ঞাপন


1000069854

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে দলে দলে মানুষ উপস্থিত হতে শুরু করেছে মাহফিলের মাঠে।

এ মাহফিলে চার দিনব্যাপী ইসলামী বইমেলা ও প্রদর্শনী করা হচ্ছে। মেলায় ২২টি স্টল রয়েছে। একইসঙ্গে শিশুদের জন্য ‘কিডস জোন’ করা হয়েছে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ কর্মকর্তা জাহেদ হোসাইন বলেন, আদ্-দ্বীন ফাউন্ডেশন শুধু ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করেনি। এখানে ইসলামী কৃষ্টিকালচার তুলে ধরা হচ্ছে। দেশের প্রখ্যাত লেখকদের বই পাওয়া যাচ্ছে বই মেলার স্টলে। গার্ডিয়ান, সত্যায়ন, বিন্দু, সিয়ানসহ ২২টি প্রকাশনী এখানে স্টল নিয়েছে। পড়াশোনার অভ্যাসের জন্য এ বই মেলার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

যশোরে তিন দিনব্যাপী মাহফিল, বয়ান করবেন দেশবরেণ্য আলেমরা

তিনি আরও বলেন, এখানে শুধু ওয়াজ মাহফিল নয়; এখানে হজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য ‘কিডস জোন’ রয়েছে।

1000069851

আদ্-দ্বীন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন,  দেশের প্রখ্যাত ছয় জন আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হচ্ছে। এ ব্যতিক্রমী আয়োজনে জন্য আদ্-দ্বীন ফাউন্ডেশনের নিজস্ব ১৫০ বিঘা জমিসহ আশপাশের আরও ২০০ থেকে ৩০০ বিঘা জমি জুড়ে এ মাহফিলে মাঠ। ৮-১০ লাখ লোকের জন্য আলো, পানি বাথরুম ও ওজু খানার ব্যবস্থা রয়েছে। ২০টি এলইডি স্ক্রিনের মাধ্যমে লাইভ দেখানো হচ্ছে। মূল মাঠসহ আশপাশে ৪টি মাঠে এ এলইডি স্ক্রিন। এছাড়া বিশেষ করে নারীদের বসার জন্য পুলের হাট মাধ্যমিক বিদ্যালয়, পুলেরহাট বালিকা বিদ্যালয় এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ গেট এলাকায় স্থান করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর