নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
এছাড়া অতি শীঘ্র নতুন জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে কুমিল্লা জেলার আংশিক কমিটি বিলুপ্ত এবং শেরপুর জেলার আংশিক কমিটি স্থগিত করা হয়। এছাড়া দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানান অভিযোগের কারণে তার ওই পদ স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুলাই আমিনুল হককে আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এরপর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাচ্চু।
প্রতিনিধি/ এমইউ