মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কুয়াশার পরিমাণ কম হওয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকাল সকাল রোদের দেখা মিললেও তাপমাত্রা যেখানে ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ঘরে ওঠানামা করছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২  দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


বিজ্ঞাপন


এদিকে, পঞ্চগড়ের আশপাশের উপজেলায় গত কয়েক দিনের তুলনায় আজকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। রাতে ও সকালে উত্তর হিমালয় দিয় বয়ে আসা হিমেল বাতাসের কারণে ঠান্ডা অব্যাহত রয়েছে। এই কনকনে ঠান্ডায় গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে।

IMG-20231209-WA0018

এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

আরও পড়ুন

পাঁচ দিন ধরে শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে, তাপমাত্রা আরও কমবে

অপরদিকে, শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত কয়েকদিনের তুলনায় আজকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে তেঁতুলিয়ায়  সর্বনিম্ন  তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল সকাল ৯টায় ৯ দশমিক ৩  ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে গত কয়েকদিন থেকেই এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ জেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এসময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। সামনে তাপমাত্রা কমতে পারে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর